Deotial Talদেওরিয়া তালের নাম আমি প্রথম যখন শুনি এবং ছবি দেখি তখন থেকেই ওখানে যাবার ইচ্ছে টা তৈরি হয়। অবশ্য আমি বলে নয় যে কারুর ই যাবার ইচ্ছে হবে। সাড়ে সাত হাজার ফিট উচ্চতায় হিমালয়ের কোলে অসাধারণ এক পরিবেশ। চোখের সামনে দৃশ্যমান হয়ে ওঠে পর পর দাড়িঁয়ে থাকা তুষারাবৃত শৃঙ্গ গুলি। আর এদের মধ্যে সবথেকে বেশী প্রতীয়মান হল চৌখাম্বা। আরো বেশি করে যা মন্ত্রমুগ্ধ করে দেয় তা হল দেওরিয়া তালের স্বচ্ছ জলে বরফে ঢাকা সব শৃঙ্গ গুলির প্রতিবিম্ব । Continue reading →